বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Tuesday, 14 Aug 2018 00:00 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিশ্বব্যাপী ১০ ট্রিলিয়ন ডলারের বিশাল প্যাকেজিং শিল্পে বাংলাদেশের উদ্যোক্তারা এগিয়ে এলে দেশের রপ্তানি বৈচিত্র্য আরও সমৃদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

আজ (২৯ মে) রাজধানীর একটি হোটেলে ‘এক্সপোর্ট মার্কেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং লাইটক্যাসেল পার্টনারস, শুটিং স্টার লিমিটেড ও এনকেএস সফটের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ‘exportbangladesh.org’ ওয়েবসাইটটি উন্মোচন করা হয়। এটি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত 'এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস' প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইটক্যাসেল পার্টনারস-এর প্রধান নির্বাহী বিজন ইসলাম। তিনি নতুন প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার ও উপকারিতা তুলে ধরেন এবং জানান, এটি রপ্তানিকারকদের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, “২০২৩ সালের শেষে বৈশ্বিক প্যাকেজিং শিল্পের বাজার ছিল ১০ ট্রিলিয়ন ডলার, যেখানে গার্মেন্টস খাতের আকার ছিল মাত্র ১.৪৬ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ প্যাকেজিং শিল্পের পরিমাণ গার্মেন্টস খাতের প্রায় ৯ গুণ।”

তিনি আরও বলেন, “প্যাকেজিং খাত শ্রমনির্ভর এবং কম প্রযুক্তি ও স্বল্প বিনিয়োগে উদ্যোগ নেয়া যায়। ফলে এটি বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ।”

সচিব জানান, ২০২৩ সালে চীন প্যাকেজিং পণ্য রপ্তানি করেছে ১৪৬ বিলিয়ন ডলারের, ভারত ২৬ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ মাত্র ১০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, বাই-সাইকেল ও পার্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোশতাক আহমেদ তানভীর, বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি এবং অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আবদুর রহিম খান।