ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৮ জন। বুধবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে থেকে ভর্তি হয়েছেন ৩১৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯২ জন। এদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৩৯ জন নারী।
সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮১২ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৩৮৯ জন এবং নারী ৯ হাজার ৪২৩ জন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১০ জনের। ফেব্রুয়ারিতে ৩৭৪ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়। মার্চে আক্রান্ত ৩৩৬ জন হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এপ্রিলে ৭০১ জন আক্রান্ত ও ৭ জনের মৃত্যু, মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু ৩ জনের, এবং জুন মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৫১ জনে; এ মাসে মৃত্যু হয়েছে ১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। সতর্কতা ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।