বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Sunday, 08 Jun 2025 00:00 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

অ্যাপলের বহুল প্রতীক্ষিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে। এই মডেলে থাকছে ডিজাইন ও হার্ডওয়্যারের উল্লেখযোগ্য পরিবর্তন, যা প্রযুক্তি প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে এর রঙের বৈচিত্র্য। আইফোন ১৭ প্রো ম্যাক্স পাওয়া যাবে উজ্জ্বল কমলা, সাদা, গাঢ় নীল ও কালো রঙে।

অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যানসহ বিভিন্ন সূত্র জানায়, এই মডেলে থাকছে তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা—প্রধান ক্যামেরা, আলট্রা-ওয়াইড লেন্স এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফির জন্য সামনে থাকছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।

পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করতে ফোনে ব্যবহৃত হবে উন্নত এ১৯ প্রো চিপসেট। চার্জিং ব্যবস্থাতেও থাকছে আধুনিক প্রযুক্তি—১৫ ওয়াট কিউআই২ ওয়্যারলেস চার্জিং এবং ২৫ ওয়াট ম্যাগসেফ চার্জিং সাপোর্ট।

অ্যাপলের আইফোন ১৭ প্রো ম্যাক্স প্রযুক্তিপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে বলেই ধারণা করা হচ্ছে।