বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 06 Aug 2025 00:00 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

ব্যবহারকারীদের বার্তা, নিবন্ধ বা কবিতা লেখাসহ বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দিতে সক্ষম হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে চ্যাটজিপিটি। তবে এবার ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হঠাৎ করেই চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের কয়েক হাজার ব্যক্তিগত কথোপকথনের লিংক গুগল সার্চে পাওয়া যাচ্ছে।

প্রকাশিত চ্যাটগুলোর মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, আসক্তি এবং কর্মক্ষেত্রের নানা সংকট সংক্রান্ত ব্যক্তিগত তথ্য। প্রায় সাড়ে চার হাজার শেয়ার করা চ্যাটের লিংক গুগলে খুঁজে পাওয়া গেছে, যা ব্যবহারকারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

এ বিষয়ে ওপেনএআই জানায়, চ্যাটজিপিটির শেয়ারেবল চ্যাটকে গুগলে খুঁজে পাওয়ার সুবিধাটি ছিল একটি স্বল্পমেয়াদি পরীক্ষা। যেহেতু এতে ব্যক্তিগত তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁস হওয়ার ঝুঁকি ছিল, তাই এই অপশনটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে।

বর্তমানে ওপেনএআইয়ের সহায়তা পেজে বলা হয়েছে, কোনো চ্যাট কেবল তখনই সার্চ ইঞ্জিনে দৃশ্যমান হবে, যখন ব্যবহারকারী নিজে থেকে ‘Make this chat discoverable’ অপশন চালু করবেন। অনেক ব্যবহারকারী বন্ধুদের সঙ্গে লিংক শেয়ার করার সময় অসাবধানতাবশত ওই অপশন চালু রাখেন, ফলে চ্যাটগুলো গুগলে চলে যায়।

ওপেনএআই জানিয়েছে, যেসব ব্যবহারকারী আগেই চ্যাট শেয়ার করেছেন, তারা চাইলে সেগুলো মুছে ফেলতে পারবেন। এজন্য ব্যবহারকারীকে চ্যাটজিপিটি অ্যাপে গিয়ে ‘Settings’ > ‘Data Controls’ > ‘Shared Links’ > ‘Manage’ অপশন অনুসরণ করে শেয়ার করা চ্যাটের তালিকা থেকে অনাকাঙ্ক্ষিত লিংকগুলো মুছে ফেলতে হবে।

সূত্র: টেকলুসিভ