বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 06 Aug 2025 00:00 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। শিশু-কিশোরদের তুলিতে উঠে আসে সেই বিভীষিকাময় দিনগুলোর চিত্র—‘বাবা দেখো হেলিকপ্টর’, শহীদ মুগ্ধর 'পানি লাগবে পানি', শহীদ আবু সাঈদের সাহসিকতায় বুক পেতে গুলি খাওয়ার দৃশ্য, আর উত্তাল ৩৬ জুলাইয়ের ছাত্র-জনতার প্রতিবাদ।

মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে শুরু হয় প্রতিযোগিতা, যা ছিল চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান। প্রেস ক্লাব সদস্যদের সন্তানরা এতে অংশ নেয় এবং তাদের আঁকা ছবিতে উঠে আসে প্রতিবাদ, বীরত্ব ও আত্মত্যাগের নানা দৃশ্য, যা দর্শকদের আবেগাপ্লুত করে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ পলি। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন এবং ক্রীড়া উপকমিটির অন্যান্য সদস্যরা।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয় সানদিহা জাহান দিবা, দ্বিতীয় রাদিতা জাহান এবং তৃতীয় মুহাইমিন আল আইমান। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন রুদমিলা হক, দ্বিতীয় নাওশীন আনজুম এবং তৃতীয় সাইদ্যিয়া মরিইয়াম বিনতে সাদী।

এই আয়োজন শিশুদের ইতিহাসচর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।