বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Tuesday, 19 Aug 2025 18:00 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে গত ৭ আগস্ট এক অভিনব ডেটিং ইভেন্টের আয়োজন করে Appalachian Mountain Club। ‘Swipe Right Thursday Nights’ নামের এই আয়োজনটি মূলত সিঙ্গেলদের ডেটিং অ্যাপ ক্লান্তি থেকে মুক্তি দিতে একটি ভিন্নধর্মী প্রকল্প। এখানে ডেটিং অ্যাপ নয়, প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে নতুন মানুষ চেনার সুযোগ তৈরি হয়।

প্রথম আয়োজনে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো থেকে প্রায় এক ডজন সিঙ্গেল ব্যক্তি ফোনবিহীন ১.৫ মাইল পথ হেঁটে সময় কাটান হাডসন নদীর পাড়ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। হাঁটা শেষে স্থানীয় একটি বিয়ার হলে আড্ডা আর পানীয় ভাগাভাগির মাধ্যমে কিছু নম্বরও বিনিময় হয়।

 

এই আয়োজন সম্পর্কে পার্পল ম্যাট্রেস কোম্পানির পার্টনারশিপ ম্যানেজার এলেনা মিলান বলেন, “এক দশক ধরে ডেটিং অ্যাপ ব্যবহার করছি, কিন্তু বাস্তবে দেখা করার অভিজ্ঞতা অনেক বেশি স্বাভাবিক আর আকর্ষণীয়।”

NYU-তে কম্পিউটার সায়েন্সের মাস্টার্স শিক্ষার্থী ইশান যাদব বলেন, “এখানে অন্তত মানুষ গায়েব হয় না।” তিনি ডেটিং অ্যাপের খরচ এবং মানসিক চাপের কথা উল্লেখ করে জানান, ব্যাটারি পার্কে এই হাঁটার মতো বিনামূল্যের আয়োজনের প্রতি তার আগ্রহের প্রধান কারণ এটি সাশ্রয়ী।

 

নিউ ইয়র্কের মনোবিজ্ঞানী রবি লুডউইগ মনে করেন, এই ধরনের হাঁটার আয়োজন সিঙ্গেলদের মাঝে একটি নিরাপদ এবং স্বস্তিকর সংযোগ তৈরির সুযোগ করে দেয়। “প্রাকৃতিক পরিবেশে হাঁটতে হাঁটতে একে অপরকে জানা যায় অনেক সহজভাবে,” বলেন তিনি।

এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য আরও আকর্ষণীয় দিক হলো Appalachian Mountain Club-এর ‘Concrete to Trails’ প্রোগ্রাম, যা শহর থেকে দূরে, গাড়ি ছাড়া উপযুক্ত হাইকিং গন্তব্যে নিয়ে যায় সাপ্তাহিকভাবে।

অংশগ্রহণকারী এলেনা মিলান বলেন, “ডেটিং অ্যাপে কারও সঙ্গে কথা বলা অনেক সময় অস্বস্তিকর হয়, কিন্তু এখানে হাঁটতে হাঁটতে সহজেই কথা বলার সুযোগ তৈরি হয়।”

এই আয়োজনের আরেকজন গাইড এবং ব্রঙ্কসের একজন ইংরেজি শিক্ষিকা সোফিয়া পেত্রোস্কি বলেন, “প্রকৃতির মাঝে সময় কাটানো আমাদের মন ভালো রাখে, হৃদস্পন্দন বাড়ায় এবং মনোভাব উন্নত করে। এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে একত্রে সময় কাটানোর সুযোগ করে দেওয়া এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা।”

মনোবিজ্ঞানী লুডউইগের মতে, “যখন আপনি সিঙ্গেল, তখন এমন প্রতিটি ব্যক্তিগত যোগাযোগের সুযোগ লুফে নেওয়া উচিত। প্রত্যেকটি চেষ্টা একেকটি জয়, ফলাফল যাই হোক না কেন।”