বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Thursday, 01 Feb 2018 00:00 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করেছে, নতুন জেমস বন্ড ছবির চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ চিত্রনাট্যকার ও ‘পিকি ব্লাইন্ডারস’-এর স্রষ্টা স্টিভেন নাইট। পরিচালনায় থাকবেন ‘ডিউন’-খ্যাত নির্মাতা ডেনিস ভিলনুভ। ছবিটি প্রযোজনা করবেন অ্যামি পাসকাল ও ডেভিড হেইম্যান।

বিবিসি রেডিওর “5 লাইভ ব্রেকফাস্ট” অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী নাইট বলেন, “এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন। বহু বছর ধরে বন্ডের ভক্ত হিসেবে আমি আশা করি, চরিত্রটির ঐতিহ্য বজায় রেখে কিছু নতুন, শক্তিশালী ও সাহসী কিছু উপহার দিতে পারব।” তিনি স্মৃতিচারণ করে জানান, তাঁর প্রথম দিকের সিনেমা-দেখা অভিজ্ঞতার মধ্যেই ছিল বাবা’র সঙ্গে শন কনারি অভিনীত ‘ড. নো’ থেকে শুরু করে বন্ড চলচ্চিত্র দেখা। তবে নতুন বন্ড চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে মুখ খুলেননি তিনি।

পরিচালক ডেনিস ভিলনুভ নতুন ছবিকে “পবিত্র এলাকা” হিসেবে বর্ণনা করে বলেন, “ঐতিহ্য রক্ষা করেই নতুন সব মিশনের পথ খুলে দিতে চাই। এটি আমার জন্য বিশাল দায়িত্ব ও গর্বের বিষয়।”

এর আগে এ বছরের শুরুতে বন্ড ফ্র্যাঞ্চাইজির দীর্ঘদিনের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রযোজক বারবারা ব্রকলি ও মাইকেল জি. উইলসন। প্রায় ছয় দশক ধরে তারা ইয়ন প্রোডাকশনের মাধ্যমে বন্ড সিরিজ পরিচালনা করেছেন। বারবারা ব্রকলির বাবা আলবার্ট আর. ব্রকলি ১৯৬০-এর দশকে ইয়ন প্রোডাকশনস প্রতিষ্ঠা করেন।

বারবারা ব্রকলি বলেন, “‘নো টাইম টু ডাই’-এর সমাপ্তি ও মাইকেলের অবসরের পর আমি আমার অন্যান্য প্রকল্পে মনোযোগ দিতে চাই।”

এই ঘোষণার মাধ্যমে নতুন জেমস বন্ড ছবির দায়িত্ব এখন পুরোপুরি অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে এসেছে।