
আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরে ৩ অক্টোবর
ভারত ও শ্রীলঙ্কায় নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ, ৩ অক্টোবর ইংল্যান্ডের যাত্রা শুরু
২০২৫ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের আসর শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে।
ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেঙ্গালুরুতেই। আগের বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল হিদার নাইটের দল। এবার নতুন অধিনায়ক নাট স্কিভার-ব্রান্ট ও কোচ শার্লট এডওয়ার্ডসের অধীনে নতুনভাবে শিরোপা জয়ের মিশনে নামবে ইংল্যান্ড।
এই আসরে ৮টি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটি অথবা কলম্বোতে এবং দ্বিতীয়টি ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ২ নভেম্বর, কলম্বো অথবা বেঙ্গালুরুতে।
ভারত-পাকিস্তানসহ বেশ কিছু হাই-ভোল্টেজ ম্যাচ হবে কলম্বোতে, যেখানে পাকিস্তানের সব গ্রুপ ম্যাচ আয়োজন করা হবে। সেমিফাইনাল ও ফাইনালও সেখানে হবে, যদি পাকিস্তান ফাইনালে উঠে।
আসরের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ:
-
৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান – কলম্বো
-
১৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড – ইন্দোর
-
২২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড – ইন্দোর
-
২৬ অক্টোবর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড – গুয়াহাটি
-
২৬ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ – বেঙ্গালুরু
বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্স ছিল মিশ্র। ২০১৭ সালের বিশ্বকাপ জয়ের পর ২০২২ সালে তারা ফাইনাল হারে অস্ট্রেলিয়ার কাছে, আর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা শেষ দুটি আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়।
তবে চলতি গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ফর্মে রয়েছে ইংল্যান্ড নারী দল, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে বিশ্বকাপের মঞ্চে।
বিশ্বকাপটি ভারতের মাটিতে ২০১৩ সালের পর এই প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘরের মাঠে খেলায় ভারতও এবার শিরোপার অন্যতম দাবিদার।