চ্যাটজিপিটি শপিং, অনলাইন কেনাকাটা, ওপেনএআই, শপিফাই, ChatGPT shopping, online shopping with AI, OpenA

চ্যাটজিপিটিতে চালু হচ্ছে অনলাইন কেনাকাটা, পণ্য খুঁজে কেনার সুযোগ

ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সৃজনশীল কাজে সহায়তা দেওয়ার পাশাপাশি এবার চ্যাটজিপিটিতে যুক্ত হলো অনলাইন শপিংয়ের নতুন সুবিধা। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে পছন্দের পণ্যের নাম লিখলেই জানতে পারবেন, কোথা থেকে সেটি কেনা যাবে এবং চাইলে সেখান থেকে কিনেও নিতে পারবেন।

এই সুবিধার আওতায় ব্যবহারকারী যদি কোনো পণ্য কেনেন, তবে সংশ্লিষ্ট বিক্রেতা প্রতিষ্ঠান থেকে বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ লাভ হিসেবে পাবে ওপেনএআই। এটি অনেকটা গুগলের প্রচলিত অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবস্থার মতো কাজ করবে।

নতুন এই ফিচার কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ওপেনএআই জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে অংশীদারত্বে যাওয়ার পরিকল্পনা করছে। এতে প্রতিষ্ঠানটির আয়ের একটি নতুন উৎস তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিংকম্পিউটার জানিয়েছে, চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে ইতোমধ্যে ‘শপিং’, ‘চেকআউট’ ও ‘অর্ডার’ নামের কয়েকটি নতুন অপশন যুক্ত হয়েছে, যা ইঙ্গিত দেয়—সুবিধাটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ এটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ওপেনএআই।

সূত্র: ব্লিপিং কম্পিউটার


Comment As:

Comment (0)