
নারীকেন্দ্রিক গল্পে নির্মিত নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
অভিনয় জীবনের দীর্ঘ এক যুগে বহু চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকের মন জয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বহুমাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি বারবার দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তবে এবারই প্রথম, নিজের মনমতো একটি চরিত্রে অভিনয় করলেন তিনি।
আওরঙ্গজেবের রচনা ও মেধাবী নাট্যনির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকটিতে আরও অভিনয় করেছেন জীবন, প্রান্ত আবিদ, আশরাফুল আশিষসহ অনেকে। আগামীকাল সোমবার বিকেল ৩টায় নাটকটি এনটিভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
অভিনয় অভিজ্ঞতা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন,
“এবারই প্রথম আমি নারী-কেন্দ্রিক গল্পের নাটকে কাজ করেছি। তুহিন ভাই সবসময়ই চাইতেন আমি যেন ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করি। এবার তিনি আমার হাতে এমন একটি স্ক্রিপ্ট দিয়েছেন, যা আমারও অনেকদিনের প্রত্যাশা ছিল। জয়িতার দিনরাত্রি নাটকের গল্প সত্যিই চ্যালেঞ্জিং। নাটকে আমাকে একাধিক চরিত্রে অভিনয় করতে হয়েছে, যা আমার জন্য নতুন অভিজ্ঞতা। যেহেতু প্রথমবার নারী-কেন্দ্রিক নাটকে কাজ করেছি, তাই শতভাগ মনোযোগ দিয়েছি। গল্পকে জীবন্ত করে তুলতে আমি ও তুহিন ভাই দুজনেই অনেক পরিশ্রম করেছি।”
নাটকটি নিয়ে বৃষ্টির প্রত্যাশা অনেক বেশি। তিনি বলেন,
“আমার বিশ্বাস দর্শক নাটকটি ভালোবাসবে। ধন্যবাদ পুরো টিমকে—গল্পটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য সবাই অনেক কষ্ট করেছে। আমরা দর্শকের ভালো লাগার জন্যই এত পরিশ্রম করি। যদি এই গল্প, নির্মাণ, আর আমার অভিনয় দর্শকের মনে দাগ কাটে, তবেই আমাদের কষ্ট সার্থক।”
এরইমধ্যে তানিয়া বৃষ্টি নাজমুল রনির নির্দেশনায় ‘পার্সেল’ নাটকের কাজ শেষ করেছেন। পাশাপাশি অনন্য ইমন ও মহিন খানের নির্দেশনায় আরও দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি।