কুমার বিশ্বজিতের সুরে কিশোর দাসের নতুন গান ‘কান্দে রে ভাই কান্দে’ প্রকাশিত হয়েছে কিশোরের ইউটিউব চ্যা

কুমার বিশ্বজিতের সুরে কিশোর দাসের গান ‘কান্দে রে ভাই কান্দে

২০২৩ সালের ফেব্রুয়ারিতে কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই থেকে ছেলের চিকিৎসায় বেশিরভাগ সময় কাটছে তাঁর কানাডায়। তবু গান থেকে নিজেকে দূরে সরাননি এ জনপ্রিয় কণ্ঠশিল্পী। বরং এবার প্রিয় শিল্পী কিশোর দাসের জন্যই সুর ও সংগীত করলেন তিনি।

প্রয়াত গীতিকার আলী আকবর রুপুর লেখা ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাস। সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। গানটির ভিডিও পরিচালনা করেছেন আরাফাত সেতু। ভিডিওর শেষভাগে মাইক্রোফোন হাতে গেয়ে ওঠেন কুমার বিশ্বজিৎ, যা দর্শকের জন্য বাড়তি চমক।

কিশোর দাস বলেন, “কুমার বিশ্বজিৎ স্যার সারাজীবন আমার পথপ্রদর্শক। গানটি তৈরির পর তিনি শুধু সুর-সংগীতই করেননি, বরং অডিও-ভিডিও দুটোতেই যুক্ত হয়েছেন। এটা আমার ক্যারিয়ারের বড় প্রাপ্তি।”

ফেসবুকে গানটি শেয়ার করে কিশোর আরও লেখেন, “স্যার আমার কাজের সঙ্গে সবসময় কোনো না কোনোভাবে যুক্ত থাকেন। ‘কান্দে রে ভাই কান্দে’ গানটি লিটন অধিকারী রিন্টু কাকু লিখে দেওয়ার পর স্যার লিরিক দেখে সুর ও সংগীত করার দায়িত্ব নেন এবং অডিও-ভিডিওতে চমকও রাখেন।”

বর্তমানে কুমার নিবিড় কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন। সময় সুযোগ পেলে কুমার বিশ্বজিৎ কনসার্টেও অংশ নিচ্ছেন। সম্প্রতি কানাডার টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর আয়োজনে অনুষ্ঠিত মেলায় গান পরিবেশন করেন তিনি, যেখানে প্রবাসী বাঙালিরা তাঁর গান শুনে মেতে ওঠেন।

আগামী ২৩ আগস্ট মেলবোর্ন, ৩০ আগস্ট সিডনি, ৩১ আগস্ট ব্রিসবেন এবং ৬ সেপ্টেম্বর পার্থে কনসার্ট করার কথা রয়েছে কুমার বিশ্বজিতের।


Comment As:

Comment (0)