আনা কেন্ড্রিকের জন্মদিনে ফিরে দেখা তার মঞ্চ থেকে হলিউডের সাফল্যের যাত্রা, Twilight Saga থেকে Pitch P

অভিনেত্রী আনা কেন্ড্রিকের জন্মদিনে ফিরে দেখা তার অভিনয়জীবনের স্মরণীয় মুহূর্ত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা আনা কেন্ড্রিকের জন্ম ১৯৮৫ সালের ৯ আগস্ট। ছোটবেলা থেকেই অভিনয়ে জড়িয়ে পড়েন তিনি। ১৯৯৮ সালে মাত্র ১৩ বছর বয়সে ব্রডওয়ে মিউজিক্যাল হাই সোসাইটি-তে অভিনয়ের মাধ্যমে মঞ্চে নিজের পরিচয় তুলে ধরেন।

২০০৩ সালে চলচ্চিত্র ক্যাম্প-এ অভিষেক হয় তার। তবে ২০০৮ সালে দ্য টোয়াইলাইট সাগা-তে ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসনের সঙ্গে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

পরের বছর, ২০০৯ সালের আপ ইন দ্য এয়ার ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পান আনা কেন্ড্রিক। এরপর তার ক্যারিয়ারে যুক্ত হয় একের পর এক হিট সিনেমা—বিশেষ করে পিচ পারফেক্ট সিরিজ, যেখানে তিনি একসঙ্গে অভিনয় ও গানের প্রতিভা দেখান। এছাড়া ৫০/৫০, ইনটু দ্য উডস এবং এ সিম্পল ফেভার–সহ একাধিক সফল ছবিতে তিনি অভিনয় করেছেন।

মঞ্চ থেকে শুরু করে হলিউডের শীর্ষে পৌঁছানো আনা কেন্ড্রিকের এই যাত্রা আজও অনুপ্রেরণার উৎস।


Comment As:

Comment (1)

  • Gm Sumon
    2020-05-30 13:15:16
    This is test commets