রাশিয়ান মডেল মনিকা কবির বাংলা বলেন, শাড়ি পরেন, ভালোবাসেন বাংলাদেশকে। জানিয়েছেন, পাঞ্জাবি পরা বাংলাদে

বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চান রাশিয়ান মডেল মনিকা কবির

রাশিয়ার মস্কোতে জন্ম নেওয়া রাশিয়ান মডেল মনিকা কবির সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ব্যাপক আলোচিত। জন্মসূত্রে রুশ হলেও তিনি সাবলীলভাবে বাংলা ভাষায় কথা বলেন এবং শাড়ি পরেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তরুণী জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চান।

মনিকা কবির বলেন, “আমার বাবা ভারতীয়, মা রাশিয়ান। ছোটবেলায় কিছুদিন বাংলাদেশে থেকেছি বাবার ব্যবসার কারণে। এরপর রাশিয়ায় মায়ের কাছে ফিরে গেলেও বাংলা ভাষা ভুলিনি। বাবার কারণে ভারতীয় ভাষাও শিখেছি।”

তিনি জানান, বিয়ের ক্ষেত্রে দেশ নয়, মানুষের মনটাই মুখ্য। “সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয় বা রাশিয়ানদের মনও ভালো নয়। যার মন সবচেয়ে ভালো হবে তাকেই বিয়ে করবো,” বলেন তিনি। তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশের পাঞ্জাবি পরা ছেলেদের প্রতি তাঁর আলাদা টান রয়েছে।

মনিকার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম ‘মনিশকা’। লাতিন নাচে পারদর্শী এই মডেল বাবার ব্যবসার সূত্রে ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি এবং আজারবাইজানি ভাষাসহ মোট সাতটি ভাষায় কথা বলতে পারেন তিনি।


Comment As:

Comment (0)